মমিনুল ইসলাম মোল্øা, সিলেটের মাধবকুÐে গেলে দেখতে পাবেন প্রায় ২০০ ফুট উচু পাহাড়ের বুক চিরে অবিরাম পানি ঝরছে। মাধবকুÐের পুরানো নাম গঙ্গামায়া। তাই সেখানকার আধিবাসীরা এখনো একে গঙ্গামায়া বলে। আম, কাঁঠাল , আনারস আর চা বাগান দেখতে পাবেন মাধবকুÐে। কুÐটির পাশে আছে বড় বড় পাথর। পাথর পেরিয়ে ঝরনার ঠাÐা জল হাতে নেয়ার আনন্দ উপভোক করতে পারবেন। মাধবকুÐ পাহাড়ের পাশেই আছে একটি গুহা। (অপরুপ প্রকৃতির দেখা মিলবে মাধবকুÐে) জলপ্রপাতের নিচে নৌকায় চড়ে দেখতে পাবেন ঝরনার চার পাশ। তবে দুর্ঘটনা এড়াতে পাহাড়ের ওপর না উঠাই ভালো। মাধবকুÐ শুধু সৌন্দর্যের লীলাভূমিই নয়, এটি হিন্দু ধর্মলম্বীদের কাছে পবিত্র স্থান হিসেবেও পরিচিত। এখানে আছে একটি মন্দির। মন্দিরের পাশে বাঘের মূর্তি। প্রত্যেক বছর ফাল্গুন মাসে দেশ বিদেশের নানা স্থান থেকে হিন্দু পুণ্যার্থীরা ঝরনায় ¯œান করার জন্য ছুটে আসেন। এয়োদশী তিথিতেও বারণী স্থানে এখানে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। পাহাড়ের চুড়ায় আছে দেব দেবীর শিবলিঙ্গ।
যেভাবে যাবেন
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেনে চরে সিলেট যাবেন। এ ছাড়া বাছে কিংবা প্লেনে চড়েও আপনে সিলেট পৌছাতে পারবেন। ঢাকা থেকে রেলপথে দুরত্ব ৩১৯ কিলোমিটার এবং সড়কপথে দুরত্ব ২৭৮ কিলোমিটার। সিলেটেই রাতটি কাটিয়ে দিন। সেলেটের রেলওয়ে স্টেশন
থেকে বেলা ১২ টায় শাহŸাজপুরগামী ট্রেনে উঠুন। কুলাউড়া পৌছাবেন বেলা ৪ টায়। কুলাউড়া থেকে বাসে বড়লেখা যাবেন। কাঠালতল ক্রসিং পয়েন্ট থেকে ১০ কিলোমিটার পাকা রাস্তা অতিক্রম করলেই গন্তব্যস্থল। এছাড়া নিজস্ব পরিবহণ ব্যবস্থায় সরাসরি জলপ্রপাত এলাকায় পৌছাতে পারেন।
0 Comments