আইনী সহায়তা দিচ্ছে ব্র্যাক।
আমার সন্তানের বয়স যখন ৩ দিন তখনই আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে বলে জেসমিন জানান। জেসমিনের অনুমতি বাদে বিয়ে করায় সালিশ ডাকা হয়। শালিসে রায় হয় জেসমিনকে স্বামী তার বাড়ীতে নিয়ে যাবে। কথা অনুযায়ী বাবুল রানা তাই করে। কিন্তু সেখানে নিয়ে তার সাথে ভাল ব্যবহার করেনি। শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আবারও বাবার বাড়িতে চলে আসে জেসমিন। পরবর্তীতে তার স্বামী দ্বিতীয় স্ত্রী নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।
জেসমিনের খোঁজ খবর নেয়া কিংবা স্ত্রী পুত্রের ভরন পোষণের ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি। এব্যাপারে সালিশ করেও কোন সমাধান হয়নি।
জেসমিনের খোঁজ খবর নেয়া কিংবা স্ত্রী পুত্রের ভরন পোষণের ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি। এব্যাপারে সালিশ করেও কোন সমাধান হয়নি।
অন্য কোন উপায় না থাকায় গত বছরের ১১ ডিসেম্বর জেসমিন ব্র্যাক অফিসে দেনমোহর ও ভরণ পোষন আদায়ের জন্য আবেদন করলে ৫ হাজার টাকা আদায় করে দেয়া হয় এবং স্বামী স্ত্রীর। মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। ব্র্যাক বিডিপি শুধুমাত্র নারী সংক্রান্ত, সমস্যা গুলোরই সমাধান করেনা। অন্যান্য সমস্যার ও সমাধান করে। বারুর দক্ষিণ পাড়ার সাক্কু মিয়া ও তার ভাই খোকন মিয়ার মধ্যে আর্থিক বিষয় নিয়ে দ্বন্দ্ব হলে সাকু মিয়া ব্র্যাক অফিসে অভিযোগ করে খোকন মিয়ার কাছে ১ লক্ষ টাকা দাবী করে। কয়েকদিন শুনানীর পর খোকন মিয়া সাক্কুকে ৫৫ হাজার টাকা দিলে মীমাংসা হয়।এব্যাপারে ব্র্যাক (বিডিপি) এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এম এ সালাম সরকার বলেন, গরীব ও অসহায় নারী পুরুষের আইনী সহায়তা দেয়াই আমাদের লক্ষ। এতে ভিকটিমকে কোন অর্থ ব্যয় করতে হয় না।
মমিনুল ইসলাম মোল্লা

0 Comments