পবিত্রতা সাধনে গোসল

পবিত্রতা সাধনে গোসল 
 জীবনের আওতায় আমরা যৌন জীবন যাপন করি। এক্ষেত্রে আমরাদের উপর গোসল ওয়াজিব হয়।
নাকে পানি না দিয়ে নদীতে নেমে ইচ্ছেমত ডুবিয়ে কিংবা উন্নত মানের সাবান ব্যবহার করে গোসল করলেও  ধর্মীয় দৃষ্টিতে পবিত্রতা অর্জন হয় না। তাই প্রত্যেকেরই গোসলের নিয়ম-কানুন জানা প্রয়োজন। তা না হলে কেউ যদি ৪০ বছর সংসার করে তবে তার গোটা পারিবারিক জীবনই ভুলপথে পরিচালিত হবে। পবিত্রতা বাদে নামাজ হয় না। 

Post a Comment

0 Comments