”এক বীর কিশোরীর কথা
হঠাৎ করে পাক বাহিনীর আক্রমণ শুরু হয়ে যায়।
তিনি মুক্তিযোদ্ধাদের যে ক্যাম্পে ছিলেন সে ক্যাম্পের সকল যোদ্ধা তখন অপারেশনের জন্য বের হয়ে গেছেন। তিনি আল্লাহকে ডাকতে শুরু করলেন। হঠাৎ খেয়াল হলো ঘরে ৪টি চাইনিজ রাইফেল ও একধামা গুলি আছে । এগুলো বাঁচাতে হবে। তার কোলে তখন ২ মাসের শিশু স্বাধীন, তিনি অস্ত্রগুলো নিয়ে পালাতে গিয়ে তার কোলের শিশুটি একটি গর্তে পড়ে যায়। ভাগ্য ভাল কাজের মেয়েটিও সাথে ছিল। সে তৎক্ষনাৎ শিশুটিকে পানি থেকে তুলে ফেলে

0 Comments