হযরত আনাস (রাঃ) এর জীবনী

হযরত আনাস (রাঃ) এর  জীবনী 

 আনাস (রাঃ)বলেন, রাসুল (সাঃ) অত্যধিক দয়াময় ছিলেন। (তাঁহার হাত মুখ ধোয়া বরকতময় পানি লইবার উদ্দেশ্যে) যদি কোন গোলাম, বাঁদী অথবা কোন ছোট ছেলেও শীতের সকালে পানি লইয়া হাজির হইত তবে আল্লহর কসম, তিনি উহাতে নিজের হাত মুখ ধুইয়া দিতে একটুও ইতস্ততঃ করিতেন না।
আর যখনই কেহ কোন কথা বলিতে চাহিত তিনি তাহার প্রতি নিজের কান আগাইয়া দিতেন। অতঃপর যতক্ষন না সে মুখ সরাইয়াছে তিনি কান সরান নাই। এবং যে কেহ তাঁহার হাত ধরিতে চাহিয়াছে, তিনি হাত আগাইয়া দিয়াছেন। অতঃপর যতক্ষন না সে নিজের হাত টানিয়া লইয়াছে ততক্ষন তিনি নিজের হাত টানিয়া লন নাই।

অপর এক রেওয়ায়াতে হযরত আনাস (রাঃ)হইতে বর্ণিত হইয়াছে যে, রাসুল (সাঃ) যখন ফযরের নামায শেষ করিতেন মাদীনার খাদেমগণ (তাঁহার হাত ধোয়া বরকতময় পানি লইবার উদ্দেশ্যে) তাহাদের পানির পাত্র লইয়া হাজির হইত। আর যে কেহ এইরূপ পাত্র লইয়া আসিত তিনি উহাতে নিজের হাত মুবারক চুবাইয়া দিতেন। কখনও শীতের সকালে কেহ এইরূপ পাত্র লইয়া আসিত, তথাপি তিনি উহাতে হাত চুবাইয়া দিতেন।       হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড (দারুল কিতাব, মে ২০০৩) পৃষ্ঠা ৪-৫
***

Post a Comment

0 Comments