হাদিস সংগ্রহে নবি পত্নীদের অবদান
মমিনুল ইসলাম মোল্লারাসুলে আকরাম (সা) এর পারিবারিক জীবন সম্পর্কে জানা উচিত। তিনি ২৫ বছর থেকে শুরু করে ৬৩ বছর পর্যন্ত তিনি সংসার করেছেন।এ সময় তিনি একাধিক স্ত্রী গ্রহণ করেছেন।রাসুলে আকরাম (সা) এর মুখের বাণী তারা সংরক্ষণ করেছেনবিশেষ করে পারিবারিক বিষয়ের হাদিসগুলো তাদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।যা অন্য কারো থেকে সঠিকভাবে পাওয়া যায়না। রাসুলে আকরাম (সা) এর প্রথম স্ত্রী ছিলেন হযরত খাদিজা (রা)।বিয়ের সময় তার বয়স ছিল ৪০ বছর আর রাসুলে আকরাম (সা) এর বয়স ছিল ২৫ বছর।রাসুলে আকরাম (সা) এর সাথে ২৫ বছর তার পারিবারিক জীবন ছিল। নবুয়তের দশম বছরে ইন্তেকাল করেন। সাওদা বিনতে যামআ (রা)রাসুলে আকরাম (সা) এর সাথে ১৩ বছর সংসার করেন।
যয়নাব বিনতে জাহাশ মর্যাদা সম্পন্ন মহিলা সাহাবী ছিলেন। তিনি রাসুলে আকরাম (সা) থেকে ১১ টি হাদিস সংগ্রহ বর্ণনা করেছেন।ইবনে হাজার (র ) আল ইশরা গ্রন্থে উল্লেখ করেন হাদিস পুনরুক্তিসহ বুখারিতে ৫টি , মুসলিমে ৩টি ,তিরমিজিতে ৩টি আবু দাউদে ২টি নাসাইতে ২টি, ও ইবনে মাজায় ২টি সংকলিত হয়েছে। উম্মুল মুমেনিন জুয়াইরিয়া অত্যন্ত জ্ঞানী সাহাবী ছিলেন। তার নিকট থেকে হাদিস সংগ্রহ করেছেন, ইবনে আব্বাস, ইবনে ওমর, জাবের, আবু আইয়ুব মারাসী, তোফায়েল, মুজাহিদ, কুলছুম, ইবনে মুসতালিক, কুরাইব, এবং আব্দুল্লাহ ইবনে সাদ্দাদ তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসগুলো বোখারি ও মুসলিম শরিফে সংকলন করা হয়েছে। জুয়াইরিয়া (রা) থেকে বর্ণিত । তিনি বলেনরাসুলে আকরাম (সা) বলেছেন, যে ব্যক্তি রেশমী কাপড় পড়বে কিয়ামতের দিন আল্লাহ তাকে আগুনের পোশাক পরাবেন।উম্মে হাবিবা (রা) একজন প্রিয়তম স্ত্রী ছিলেন। তার ভাই ইবনে আবু সুফিয়ান (রা) তাকে জিজ্ঞেস করেন , যে কাপড় পড়ে রাসুলে আকরাম (সা) স্ত্রী সহবাস করেন, সে কাপড় পরেই কি তিনি সালাত পড়তেন ? উম্মে হাবিবা রা) বলেন, হ্য, যখন সে কাপড়ে নাপাকীর কোন চিহ্ন দেখা না যেত।( আবু দাউদ)। রাসুলে আকরাম (সা) এর স্ত্রী মায়মুনা (রা) থেকে বর্ণিত তিনি বলেন,আমি রাসুলে আকরাম (সা) এর জানাবতের গোসল কাছে থেকে লক্ষ করেছি। তিনি প্রথমে দুহাতের কব্জি দু/তিনবার ধুয়েছেন। এরপর হাত পাত্রে দিয়ে লজ্জাস্থানে পানি দেন এবং বাম হাত দিয়ে তা ভালভাবে পরিষ্কার করেন। এরপর সালাতের ন্যায় ওজু করেন। এরপর তিনি ৩ কোষ পানি মাথায় দেন,এর পর সমস্ত শরীর ধুয়ে নেন। এরপর সে স্থান থেকে সরে এসে পা ধুয়ে নেন। এরপর আমি রুমাল নিয়ে আসি কিন্তু ুতিনি তা গ্রহন করেননি(মুসলিম)। এভাবে রাসুলে আকরাম (সা) এর স্ত্রীগণ হাদিস সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।তাদের নিকট থেকে রাবিগণ সযতেœ হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন। পরবর্তীতে হাদিস সংকলকগণ সেগুলো তাদেও গ্রন্থে সংকলন করেছেন। লেখকঃ মমিনুল ইসলাম মোল্লা,গণতান্ত্রিক স্থানীয় সরকারের ক্যাম্পেনার, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ও সাংবাদিক, ধর্মীয় গবেষক,সহকারী সম্পাদক,দৃষ্টান্ত ডট কম কুমিল্লা।

0 Comments